সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে চার কবির স্মরণে চার দিন ব্যাপি হাওরপাড়ের গল্প অনুষ্ঠান
জাহাঙ্গীর আলম ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের হাওর পাড়ের দেশ বরেন্য আলোচিত চার লোক কবি বাউল স¤্রাট শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত,মরমী কবি হাছন রাজা ও জ্ঞানের সাগর দূর্ব্বীণ শাহ’র স্মরণে চার দিন ব্যাপি হাওরপাড়ের গল্প শিরোনামে অনুষ্ঠান শুরু হয়েছে। চার দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সুনামগঞ্জ জেলা প্রশাসন। আজ শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে হাওরপাড়ের কিশোর কিশোরীদের সংগীত প্রতিযোগিতায় অংশ গ্রহনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে বিকেল ৫টায় হাওরপাড়ের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চার লোক কবির স্মরণে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা ও হাসনরাজা মিলনায়তনে এসে অনুষ্ঠানটি উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান চৌধুরীর পরিচালনায় ও সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ নাজমানারা খানুমের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সাংসদ ড. জয়া সেনগুপ্তা,এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সাবেক এমপি ও জেলা আ,লীগের সভাপতি মতিউর রহমান,সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ বরকত উল্লাহ খান,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ সাইফুল ইসলাম,কবি ও গবেষক মোস্তাক আহমদ দীন,জেলা শিল্প কলা একাডেমির সাধারন সম্পাদক মোহাম্মদ শামসুল আবেদিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। এছাড়াও চার দিনব্যাপি ‘হাওর পাড়ের গল্প অনুষ্ঠানে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা ও দেশ বরেণ্য ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।